নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুরঃ দুর্গাপুরের বুদবুদের গোবিন্দপুর এলাকায় তিন জন যুবক পুকুরে স্নান করতে নেমে শেষমেশ ওই ৩ জনের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতরা হলো পানাগড়ের বাসিন্দা ২৩ বছর বয়সী অরিত্র পাল, ২৩ বছর বয়সী কৌশিক পাল ও ২৪ বছর বয়সী প্রীতম পাঁচাল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকাতে একটি ঘন জঙ্গল আছে। আর পাশেই ওই পুকুর রয়েছে। যার পাড়েই চার জন যুবক পিকনিক করছিল। কিন্তু পিকনিকের মাঝেই অরিত্র পাল, কৌশিক পাল এবং প্রীতম পুকুরে স্নানে নামলে আচমকা কিছু সময়ের মধ্যে তলিয়ে যায়। এরপর তাদের এক বন্ধু উদ্ধার করতে ছুটে আসলেও ব্যর্থ হয়। তবে চিৎকার-চেঁচামেচি শুনে ততক্ষণে আশপাশের বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। যদিও শেষ রক্ষা সম্ভব হয়নি।
শেষে বুদবুদ থানায় খবর দেওয়া হয়। তাতে বুদবুদ থানার পুলিশের সঙ্গে কাঁকসা থানার পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে আসে। এছাড়া দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে একটি ইঞ্জিন নিয়ে উদ্ধার কাজে হাত লাগান। তারপর বেশ কিছুক্ষণের চেষ্টায় কৌশিক ও প্রীতমের মৃতদেহ উদ্ধার হয়। কিন্তু অরিত্রকে না পেয়ে অরিত্রর খোঁজে দীর্ঘ সময় ধরে তল্লাশি চলতে থাকে। তবে বেশ কিছু সময় পর তার মৃতদেহও উদ্ধার হয়। অন্যদিকে, অরিত্র, কৌশিক ও প্রীতমের পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা খবর পেয়ে ছুটে আসেন।