নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুরঃ দামোদরের দুর্গাপুর ব্যারেজে স্নান করতে নেমে জলে তলিয়ে যাওয়া তিন জন ছাত্রের দেহ উদ্ধার করল পুলিশ ও উদ্ধারকারী দল। মৃতরা হলো দশম শ্রেণীর ছাত্র ভিকি শীল, সৌমজিৎ সাহা এবং শুভজিৎ নস্কর। বাড়ি দুর্গাপুরের এমএএমসি টাউনশিপ এলাকায়।
জানা গেছে, মঙ্গলবার দুর্গাপুরের একটি বিদ্যালয়ের আট জন ছাত্র বিদ্যালয় থেকে পালিয়ে দামোদরে বেড়াতে আসে। এরপর এক জন ছাত্র প্রথমে স্নান করতে নেমে ডুবে যেতে থাকে। তারপর তাকে উদ্ধার করতে গেলে আরেক ছাত্র দু’জনই ডুবে যেতে থাকলে অপর আরেক জন ছাত্র উদ্ধার করতে গিয়ে তিন জনই দামোদরে তলিয়ে যায়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
তারপর ভিকি, সৌমজিৎ ও শুভজিৎকে পুলিশ এবং উদ্ধারকারী দল নদীতে খুঁজতে নেমেও পায়নি। অবশেষে গতকাল সকালবেলা ৮টা নাগাদ এক জন ছাত্রের দেহ মেলে। এরপরেই সকালবেলা ১১টা ও দুপুরবেলা ১২টা ৩০ মিনিট নাগাদ আরো দু’জন ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়।
বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ মৃতদেহগুলিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। এই ঘটনায় মৃতদের পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।