নিজস্ব সংবাদদাতাঃ হলদিয়াঃ হলদিয়া তেল শোধনাগারে রিফাইনারির প্রোজেক্ট এরিয়ার বাইরে ট্রাক টার্মিনাসের কাছে গরম জলের পাইপ লাইনে কাজ চলাকালীন গরম জলে গুরুতর আহত হয়েছেন তিন জন শ্রমিক। কারখানার দমকল কর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন।
কিন্তু আহতদের প্রাথমিক চিকিৎসার পর কলকাতার হাসপাতালে পাঠানো হয়। কর্মরত শ্রমিকরা জানান, “রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় পাইপ লাইনে স্টিম সরবরাহ বন্ধ থাকার কথা। কিন্তু তা চালু থাকায় হাই প্রেশার স্টিম লাইনে মেরামতির কাজ চলার সময় পাইপটি ফেটে গিয়ে ওই দুর্ঘটনাটি ঘটেছে।”
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনার পর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগ উঠেছে। শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না করে রক্ষণাবেক্ষণের কাজে পাঠানো হলো কেন, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন।
Sponsored Ads
Display Your Ads Here