নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ডঃ ঝাড়খণ্ডের ধানবাদের ভোওরা কোলিয়ারি এলাকায় ভারত কোকিং কোল লিমিটেড (বিসিসিএল) নামক একটি খোলামুখ বেআইনী কয়লা খাদানে ধস নেমে মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়াও ধসের তলায় বহু মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কয়লা খাদানে বহু গ্রামবাসী কয়লা উত্তোলনের কাজ করেন। ধসের পর এলাকাবাসীরা তিনটি মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বেআইনী খাদান থেকে কয়লা উত্তোলন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অপরিকল্পিত খননের জেরে এলাকা অতিধসপ্রবণ হয়ে উঠছে।
পাশাপাশি খোলামুখ খনি থেকে অবৈধ ভাবে কয়লা পাচারের কারণে এলাকায় অসামাজিক গতিবিধিও মাথাচাড়া দেয়। মূলত প্রশাসনের গাফিলতিকেই এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে। আর প্রশাসন তৎপর হলে এই সব কাজ মুহূর্তে বন্ধ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।