নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর একটি বিদ্যালয়ের তিন জন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদেরকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। ওই শিক্ষকরা নানা অছিলায় ছাত্রীদের রাতে অশ্লীল মেসেজ পাঠাচ্ছেন, কোনো কোনো ছাত্রীর সাথে বিয়ে হবে বলেও জল্পনা ছড়িয়েছে। এমনকি পড়ানোর নামে ছাত্রীদের প্রাইভেট পার্টে হাত দেওয়ারও অভিযোগও সামনে এসেছে। আর এই অভিযোগকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আন্দোলনরত অভিভাবকদের অভিযোগ, “বিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার জানানোর পরেও বিদ্যালয়ের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।” এর জেরে এদিন দীর্ঘক্ষণ অভিভাবকরা সহ এলাকাবাসীরা ওই বিদ্যালয়ে এসে বিক্ষোভ দেখান। সাথে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীও তোলেন। পাশাপাশি পূর্বস্থলী থানার পুলিশ খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে বিদ্যালয় এসে উপস্থিত হন। এদিকে যে তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের মধ্যে আবার একজন শিক্ষক সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও অভিভাবকরা অভিযুক্ত শিক্ষকদের গ্রেফতারীর দাবীতে প্রধান শিক্ষকের ঘরের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন। শেষমেশ চাপে পড়ে প্রধান শিক্ষক পদত্যাগও করেন। আর বিদ্যালয় পরিচালন কমিটির হাতে বিদ্যালয়ের চাবি তুলে দিলেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এই প্রসঙ্গে জানান, “স্কুলের ছাত্র-ছাত্রীদের তরফে একটি অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগটি পূর্বস্থলী থানায় ফরোয়ার্ড করা হয়েছে। তারাই যা আইনানুগ ব্যবস্থা নেওয়ার তা নেবেন।”
Sponsored Ads
Display Your Ads Here