নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ ওড়িশার কন্ধমল জেলার মুণ্ডগ্রাম এলাকায় অনলাইন ক্লাস চলাকালীন তিন জন পড়ুয়া নেটওয়ার্ক না পাওয়ায় নেটওয়ার্কের জন্য পাশের টিলায় উঠতেই আচমকা বজ্রপাতে ওই তিন জন গুরুতর আহত হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যা হওয়ার পরেও কেউ বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে টিলার প্রান্তে ওই তিন জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাড়াতাড়ি টিলা থেকে নামিয়ে এনে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, প্রথমে দু’জন বালকের জ্ঞান ফিরে আসলেও এক জন বালকের শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল। পরে তিন জনের শারীরিক পরিস্থিতি খারাপ হলে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হলে অবস্থা স্থিতিশীল রয়েছে। ওই পড়ুয়ারা হলো ১৭ বছর বয়সী পিঙ্কু মল্লিক, ধীরেন দিগল ও পঞ্চানন বেহারা।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code