নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ গতকাল রাজস্থানের রাজসমন্দ জেলায় পিকনিকে যাওয়ার পথে একটি পড়ুয়া বোঝাই বাস উল্টে ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আরো ২৫ জন শিশু আহত হয়েছে। বাসে ৬২ জন শিশু সহ ছ’জন শিক্ষক ছিলেন। মৃতরা হলো প্রীতি, অনিতা ও আরতী। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
সূত্রের খবর অনুযায়ী, রাজস্থানের আমেটের মহাত্মা গান্ধী স্কুলের পড়ুয়ারা বাসে চেপে পালির দেসুরির পরশুরাম মহাদেব মন্দিরের কাছে পিকনিকে যাচ্ছিল। কিন্তু দেসুরি নলের কাছাকাছি পৌঁছাতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনার জেরে প্রীতি, অনিতা এবং আরতীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া বাকি শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে, এই দুর্ঘটনার পর থেকেই বাসচালক পলাতক।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহগুলি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এছাড়া দুর্ঘটনাটি ঘটেছে কিভাবে তা তদন্ত করে দেখছে। পাশাপাশি বাসচালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। আর মৃতাদের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। মৃতদেহগুলির ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও রাজ্যপাল হরিভাউ বাগাদেও এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন।