নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিঃ দিল্লির রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে তিন জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। মৃত পড়ুয়ারা হলো ২৫ বছর বয়সী শ্রেয়া যাদব, ২৫ বছর বয়সী তানিয়া সোনি ও ২৮ বছর বয়সী নবীন ডেলভিনের। শ্রেয়া, তানিয়া এবং নবীন আইএএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। আর নেটমাধ্যমে এই ঘটনার বিভিন্ন ভিডিয়োয় নেটমাধ্যমে ধরা পড়েছে। দেখা গিয়েছে, দিল্লির ওই কোচিং সেন্টারের সামনের রাস্তা জলমগ্ন। আর সেখান থেকে বেসমেন্টে স্রোতের মতো বেগে জল ঢুকছে।
একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, সিঁড়ি দিয়ে প্রবল বেগে জল নীচে ঢুকছে। পড়ুয়ারা তার মধ্যে ব্যাগ হাতে নিয়ে সিঁড়ির রেলিং ধরে ধরে কোনো রকমে উঠে আসছে। আর যারা উপরে আছেন, তারা হাত বাড়ালে তবেই পড়ুয়ারা কোনো রকমে সেই হাত ধরে উঠছে। যে কোনো মুহূর্তে পা পিছলে যেতে পারত। আর এক বার পিছলে গেলে জলের স্রোতে বেসমেন্টে তলিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
অন্য একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, বেসমেন্ট থেকে উঠে এক জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে সহপাঠীরা ধরাধরি করে সিঁড়িতে বসিয়ে জল খেতে দিচ্ছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পাম্পের মাধ্যমে ওই বেসমেন্টের জল বার করার প্রক্রিয়া শুরু করে। এই বৃষ্টির জমা জলে রাজেন্দ্রনগরের ওই এলাকা ছোটোখাটো নদীর আকার নিয়েছিল। ফলে পড়ুয়ারা কোচিং সেন্টার থেকে বেরিয়ে কোমরসমান জল পেরিয়ে রাস্তা দিয়ে অন্যত্র গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
তবে কোচিং সেন্টারে পড়ুয়াদের মৃত্যুর পর থেকে অন্য পড়ুয়ারা কোচিং সেন্টারের সামনে বিক্ষোভ দেখিয়ে কোচিং সেন্টারের কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছে। ইতিমধ্যে ওই কোচিং সেন্টারের মালিক এবং কো-অর্ডিনেটর সহ সাত জনকে গ্রেফতার করা হয়েছে। এরপর আদালতে পাঠালে বিচারক তাদের চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। জানা গেছে, সেন্টার কর্তৃপক্ষ বেআইনী ভাবে ব্যবহার করছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here