নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরঃ আজ জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছাকাছি রুটিন টহলদারীতে বেরিয়ে খাদে পড়ে মৃত্যু হয়েছে ৩ জন সেনা জওয়ানের।
সেনা সূত্রে খবর, চিনার কোরের এক জন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) ও আরো দুই জন জওয়ান মাচিল সেক্টরের ফরোয়ার্ড এলাকায় গাড়িতে করে টহল দেওয়ার সময় গাড়ি পিছলে গিয়ে গভীর খাদে আছড়ে পড়তেই ঘটনাস্থলেই তিন জন জওয়ানের মৃত্যু হয়।
ইতিমধ্যে তিন জনের দেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু এই দুর্ঘটনা ঘটলো কিভাবে তা খতিয়ে দেখা হচ্ছে। এই নিয়ে গত দু’মাসে দ্বিতীয় ঘটনা ঘটেছে। তবে কুপওয়াড়াতে তুষারপাত শুরু হয়েছে। সেই কারণেই বরফঢাকা পথে গাড়ির চাকা পিছলে এই দুর্ঘটনাটি ঘটেছিল কিনা তাও ভালোভাবে খতিয়ে দেখা হবে।