নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরঃ মণিপুরের সেনাপতি জেলার চাঙ্গোবুং গ্রামে বিএসএফের একটি বাস খাদে পড়ে ৩ জন জওয়ানের মৃত্যু হয়েছে। আর ইতিমধ্যে ৮ জন আহত হয়েছেন। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
জানা গেছে, বাসটির মধ্যে থাকা বিএসএফের পনেরো জন সদস্য কিছু কাজের জন্য চাঙ্গোবুংয়ে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আর দু’জন জওয়ানের দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। এরপর সকলকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে আরো এক জনের মৃত্যু হয়। এছাড়া আহত সকলের চিকিৎসা চলছে।

- Sponsored -
মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেতেই গভীর শোক প্রকাশ করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বস্তুত, মণিপুরে হিংসার জন্য কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বক্ষণ বহু সংখ্যক বিএসএফের কোম্পানী সেখানে উপস্থিত রয়েছে।