নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ গতকাল গভীর রাতে বাঁকুড়ার সোনামুখী থানার অন্তর্গত উত্তরবেশিয়া পুলিশ ক্যাম্পে স্থানীয় কাপালিমানা গ্রামের বাসিন্দারা হামলা চালিয়ে তিন জন পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ সাত জন হামলাকারীকে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে উত্তরবেশিয়া গ্রামে একটি পুলিশ ক্যাম্প রয়েছে। এদিন আচমকা এখানে পার্শ্ববর্তী গ্রামের প্রায় ষাট জন এলাকাবাসী হামলা চালান। ওই সময় পুলিশ ক্যাম্পে পুলিশ কর্মী রঞ্জিত চৌধুরী, বিমান সরকার ও জয়ন্ত কুমার খাঁ থাকায় তাদের হামলার মুখে পড়তে হয়। ফলে হামলাকারীদের মারে রঞ্জিত চৌধুরী, বিমান সরকার এবং জয়ন্ত কুমার খাঁকে গুরুতর আহত অবস্থায় সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে এখনো চিকিৎসাধীন রয়েছেন।

- Sponsored -
পাশাপাশি গতকাল রাতেরবেলাই আহত পুলিশ কর্মী বিমান সরকার সোনামুখী থানায় উনিশ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আর পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে সাত জনকে গ্রেফতার করে অভিযুক্তদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করেন। এরপর বিচারক সাত জনকেই চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। কিন্তু এলাকাবাসীরা ওই পুলিশ ক্যাম্পে হামলা চালালো কেন তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।