নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকার কাঁকড়াবাড়ি গ্রাম থেকে রওনা হওয়া একটি বাস বিহারের গয়া যাওয়ার পথে ঝাড়খণ্ড ও বিহারের সীমানা লাগোয়া হাজারিবাগে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ায় মৃত্যু হয় বাসের চালক, খালাসি এবং এক জন যাত্রীর। আর বেশ কয়েক জন তীর্থযাত্রী আহত হয়েছেন।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, বাসে অন্তত ৭০ জন যাত্রী ছিলেন। ভোরবেলার দিকে সাময়িক বাসটিকে দাঁড় করানো হয়েছিল। কিন্তু বাস ছাড়ার খানিকক্ষণ পরেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারতেই এই দুর্ঘটনাটি ঘটে। এক জন তীর্থযাত্রীর কথায়, ‘‘একটানা কয়েক দিন চালক গাড়ি চালাচ্ছিলেন। গতকাল রাতেরবেলাও বার বার ঘুমে ঢুলে পড়ায় একাধিক বার নিয়ন্ত্রণও হারানোয় চালককে রাস্তার পাশে দাঁড়িয়ে বিশ্রাম নিতে অনুরোধ করায় সেই মতো বাসটি দাঁড় করানোও হয়। তবে বাস ছাড়তেই ওই দুর্ঘটনা ঘটে।’’
Sponsored Ads
Display Your Ads Here
চালক ও খালাসি সহ যে তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে তিনি ভগবানপুর দুই নম্বর ব্লকের বৃন্দাবনপুরের বাসিন্দা। এর পাশাপাশি পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। এলাকাবাসীরাও উদ্ধারকার্যে হাত লাগান। তাছাড়া মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
Sponsored Ads
Display Your Ads Here
পূর্ব মেদিনীপুরের রামনগরের বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি খবর পেয়েই জানান, ‘‘আহতদের চিকিৎসার পাশাপাশি নিহতদের মৃতদেহ যাতে দ্রুত পরিবারের হাতে তুলে দেওয়া যায়, তার জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে।’’
Sponsored Ads
Display Your Ads Here