নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ কর্ণাটকের লিঙ্গায়েত ধর্মগুরু তথা একটি মঠের অধ্যক্ষ বাসবলিঙ্গ স্বামীর আত্মহত্যার ঘটনায় এবার পুলিশ এক জন মহিলা সহ তিন জনকে গ্রেফতার করেছেন।
গত ২৪ শে অক্টোবর ৪৫ বছর বয়সী বাসবলিঙ্গকে তাঁর প্রার্থনাকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ওই ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়। সুইসাইড নোটে লেখা ছিল, “কেউ ফাঁসানোর জন্যই অন্তরঙ্গ মুহূর্তের গোপন কিছু ভিডিও ছড়িয়ে দিয়েছে। আমার সাথে এক জন অচেনা মহিলা এটা করলো।”

- Sponsored -
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, বাসবলিঙ্গ মধুচক্রের শিকার হয়েছেন। বাসবলিঙ্গের ওই মহিলার সাথে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ভিডিও মোবাইল ক্যামেরায় বন্দি করে নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। আর সুইসাইড নোটের সূত্র ধরেই ওই মহিলা সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।