নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটায় ফিল্মি কায়দায় দুষ্কৃতীরা মোটর সাইকেল দাঁড় করিয়ে সোজা কপালে বন্দুক ঠেকিয়ে টাকা ভর্তি থলে নিয়ে পালিয়ে গেলেও পুলিশ ওই দুষ্কৃতীর দলকে বিহার যাওয়ার রাস্তা থেকে গ্রেফতার করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সিএসপির (কাস্টমা সার্ভিস পয়েন্ট) মালিক শাহ জামাল হরিশ্চন্দ্রপুরের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা থেকে নগদ ২ লক্ষ ৬৭ হাজার টাকা তুলে চণ্ডীপুর কাস্টমার সার্ভিস পয়েন্টে যাওয়ার পথে তুলসিহাটা থেকে বো হয়ে কামারতায় একটি ইটভাটার কাছে মন্দিরের সামনে তাকে মোটর সাইকেলের দুই জন আরোহী ঘিরে রেখে মাথায় বন্দুক ঠেকিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে টাকার থলে ছিনিয়ে চলে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর শাহ জামাল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের কাছে খবর দিয়ে দুষ্কৃতীদের মোটর সাইকেলের নম্বর প্লেট বলতেই পুলিশ চাঁচল থানার পুলিশের সাহায্য নিয়ে ঘণ্টাখানেকের মধ্যে গোবিন্দপুর ঘাট নাকা পয়েন্টের কাছে এক জন অভিযুক্তকে গ্রেফতার করে পরে আরো এক জনকে গ্রেফতার করেন।
Sponsored Ads
Display Your Ads Here
অভিযুক্তরা চাঁচল থানার সুরতপুর এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে নগদ টাকা সহ মোটর বাইক, দেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা বিহারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে এই ঘটনার সাথে বিহারের যোগ রয়েছে। তবে সমগ্র ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত উল্লেখ্য যে, বিহার সীমানা ঘেঁষা হরিশ্চন্দ্রপুরে বার বার বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটছে। বেশীরভাগ ক্ষেত্রে অভিযুক্তরা বাংলা-বিহার সীমান্ত এলাকায় গ্রেফতার হচ্ছে।