নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দিল্লির গুরুগ্রামের রাস্তা দিয়ে একটি গাড়ি প্রবল গতিতে এগিয়ে যাচ্ছে। আর সেই গাড়ির উপর থেকে একের পর এক আতশবাজি ফাটিয়ে দীপাবলি উদযাপন চলছে। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই পুলিশ বিপজ্জনক ভাবে দীপাবলি উদযাপনের অভিযোগে তিন জন যুবককে গ্রেফতার করেছেন।
এই ভিডিওতে দেখা গিয়েছে, কিছু যুবক একটি চলন্ত গাড়ির উপর থেকে আতশবাজি ফাটাচ্ছে। গাড়ির বনেটের উপর সেই আতশবাজির বাক্স রাখা হয়েছে। আর সেই গাড়ি থেকে রাস্তায় আগুন ছিটকে পড়ছে। পাশ দিয়ে যাওয়া অন্য গাড়িগুলিতে আগুন ছিটকে পড়লেও আতশবাজি হাতে থাকা গাড়ির চালকের কোনো হুঁশ নেই।

- Sponsored -
এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর টুইটারে বেশ কয়েক জন এই ঘটনার নিন্দা করে সরব হয়েছেন। আর অভিযুক্ত তিন জন যুবকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী তোলা হয়েছে।