নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ পশ্চিম মেদিনীপুরের কেশপুর ও চন্দ্রকোনা থানা এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হলো মোট ৩ জনের। নিহতদের মধ্যে দু’জন মহিলা ছিলেন। আর আহত হয়েছেন দু’জন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মমতা দোলই, খোকন দোলই সহ বেশ কয়েক জন কেশপুর থানার ভোলসরাপতা গ্রামে চাষের জমিতে কাজ করছিলেন। তখন হঠাৎ করে বাজ পড়ে মমতা এবং খোকনের ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত আরেক মহিলা সহ দু’জনকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে ওই হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। অন্যদিকে, ৫০ বছর বয়সী তুলসী সী এক জন মহিলা চন্দ্রকোনা থানার বান্দিপুর গ্রামে গোরু চরাতে গিয়ে বাজ পড়ে গুরুতর আহত হয়েছেন। এরপর এলাকাবাসীরা তুলসী দেবীকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here