নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর এলাকায় বোমা বিস্ফোরণের জেরে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের জোর এতটাই তীব্র ছিল যে পাকা বাড়ির ছাদও উড়ে গিয়েছে। মৃতরা হলো খয়েরতলা এলাকার বাসিন্দা মামুন মোল্লা, মাহাতাব কলোনী এলাকার বাসিন্দা মুস্তাকিন শেখ ও খয়েরতলা এলাকার বাসিন্দা সাকিরুল সরকার।
স্থানীয় সূত্রে জানা গেছে, মামুনের বাড়িতে বোমা বাঁধার কাজ চলাকালীন হঠাৎ বিস্ফোরণ ঘটে। তাতেই মামুন, মুস্তাকিন এবং সাকিরুলের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিশাল বাহিনী মোতায়েন করেছে। আর এই বিস্ফোরণ ঠিক কি কারণে ঘটেছে? এর নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা পুলিশ খতিয়ে দেখছে। এদিকে, মুর্শিদাবাদের জলঙ্গির এই এলাকা বাংলাদেশ সীমান্ত লাগোয়া। বর্তমান পরিস্থিতিতে যেমন অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে, তেমনই এই বিস্ফোরণকে ঘিরেও চাঞ্চল্য ছড়িয়েছে।