নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ আজ ভোরে মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আর ৮ জন গুরুতর আহত হয়েছেন। এই নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, যখন দুর্ঘটনাটি ঘটে তখন একটি ট্রাক এক্সপ্রেসওয়েতে ব্রেক ফেইল করে। এতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে জাতীয় সড়কে থাকা আরো দুটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এরপর স্থানীয়রাই দ্রুত আহতদের চিকিৎসার জন্য খোপোলির একটি হাসপাতালে নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। আর ঠিক কি কারণে ট্রাকটির ব্রেক ফেইল ঘটলো তাও খতিয়ে দেখা হচ্ছে।