নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ হুগলীর বলাগড়ের বোড়াল এলাকায় অসম লিঙ্ক রোডে একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারালো কিশোরী সহ তিন জন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ২ জন। মৃতরা হলো ১০ বছর বয়সী খামারগাছির পানিখোলার কিশোরী ঋত্বিকা দাস, ৩২ বছর বয়সী কুন্তীঘাটের নয়াসরাইয়ের এক বাসিন্দা সুজয় দাস ও ৪৫ বছর বয়সী রুকেশপুরের বাসিন্দা সুদর্শন দাস।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গাড়িটি উত্তর চব্বিশ পরগণার সোদপুর থেকে কালনার দিকে যাচ্ছিল। বাইক দু’টিও কালনার দিকে যাচ্ছিল। কিন্তু পিছন দিক থেকে দ্রুত গতিতে যাওয়া গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইকে ধাক্কা মারে। এরপর আরো একটি বাইকে ধাক্কা মেরে কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়ে।
এই দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে নিকটবর্তী জিরাট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘাতক গাড়িটি আটক করেছে। গাড়ির চালক বেলঘরিয়ার বাসিন্দা নাম বিপ্লব কর্মকার। পেশায় ঠিকাদার।
জানা গিয়েছে, ঋত্বিকা বাবা রাজু দাসের সাথে গাড়িতে চড়ে বলাগড় যাচ্ছিল। রাজু দাসও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।