নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ আজ ওড়িশার জাজপুর জেলার কোড়াই স্টেশনে ভদ্রক থেকে কটগামী মালগাড়ি লাইনচ্যুত হয়ে মৃত্যু হলো ৩ জনের। আর আহত হয়েছেন ২ জন।
পূর্ব উপকূলীয় রেলের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় প্রায় কুড়ি জন যাত্রী লোকাল ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন। কিন্তু হঠাৎ ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে চুয়ান্নটি বগির মধ্যে আটটি বগি কোড়াই স্টেশনের একটি প্ল্যাটফর্মে উঠে যায়।

- Sponsored -
প্রাথমিক ভাবে এলাকাবাসীরা উদ্ধারকাজে হাত লাগান। এরপর দ্রুত আহতদের তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় দীর্ঘক্ষণ রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে।