নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল নদীয়ার ধুবুলিয়া থানার বাহাদুরপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই লরিতে সজোরে ধাক্কা মারতেই মৃত্যু হলো এক সিভিক ভলান্টিয়ার সহ ৩ জনের। মৃতরা হলো ৩১ বছর বয়সী সৌগত কানু, ৩৫ বছর বয়সী দেবাশিস বিশ্বাস ও ৩৭ বছর বয়সী নয়ন সরকার।
জানা গেছে, এদিন গভীর রাতেরবেলা সৌগত, দেবাশিস, নয়ন এবং বিজয় ভাস্কর নিজস্ব একটি চার চাকা গাড়িতে ঘুরতে বেরিয়ে এই দুর্ঘটনার সম্মুখীন হয়। স্থানীয়রা বিকট আওয়াজ পেয়ে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। কিন্তু শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
সেখানে চিকিৎসকেরা তিন জনকে মৃত বলে জানান। এছাড়া বিজয় ভাস্কর নামে আরো এক জন সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নয়ন কৃষ্ণনগর কোতোয়ালি থানায় সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত ছিলেন। পুলিশ ঘাতক গাড়ি দু’টিকে আটক করে থানায় নিয়ে যান। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, চালক মত্ত অবস্থায় থাকায় নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনাটি ঘটেছে। আপাতত পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখছেন।
Sponsored Ads
Display Your Ads Here