অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ পঞ্চসায়র থানা এলাকার চক গড়িয়াতে একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি সাইকেলে ধাক্কা মেরে পরে রাস্তার পাশের এক বহুতলের দেওয়ালে ধাক্কা মেরে থেমে যায়। এতে বাসের সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনার সময় বাসের মধ্যে তিন জন পড়ুয়া ছিল। অল্পের জন্য পড়ুয়ারা রক্ষা পেলেও সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম রানা রাউত।
জানা যায়, এদিন বিদ্যালয় থেকে বাচ্চাদের নিয়ে ফেরার পথে বাসটি প্রথমে রানাকে ধাক্কা মারে। আর ওই ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। ফলে মাথায় ও পায়ে আঘাত লাগে। এরপর বাসটি পাশের একটি বহুতলের পাঁচিলে ধাক্কা মারতেই দেওয়ালটি ভেঙে গিয়েছে। এদিকে রানাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাসের চালককে আটক করেছে।
আর বাসটিকেও ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে কিভাবে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। আর বাসের সামনের অংশে বেশী গতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এদিন কয়েক জন ছাত্রী সহ একটি পুলকার ধাপা রোডের পাশে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা মারে। যার ফলে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এরপর আহত অবস্থায় চালক এবং এক জন ছাত্রীকে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।