অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতার হরিদেবপুরের হোমে দৃষ্টিহীন নাবালিকাদের নির্যাতনের ঘটনায় আজ গ্রেফতার করা হলো হোমের রাঁধুনী বাবলু কুণ্ডুকে। বৃহস্পতিবার রাতেরবেলা বাবলুকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরই এদিন গ্রেফতার করা হয়েছে। এছাড়া এই ঘটনায় হোমের অধ্যক্ষ ও সেক্রেটারী তথা হোমের প্রতিষ্ঠাতা জীবেশ দত্তকেও গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, এই হোমে মূলত দৃষ্টিহীনরা থাকে। থাকার পাশাপাশি শিক্ষাদানও করা হয়। কিন্তু এখানকার বেশ কয়েক জন নাবালিকাকে নির্যাতনের অভিযোগ ওঠার পর উত্তেজনা শুরু হয়ে যায়। গত ২০১০ সাল থেকে এই নির্যাতন চলে আসছে। অধ্যক্ষ এই নির্যাতনের খবর পাওয়া সত্ত্বেও কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ ওঠে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর এই বিষয়ে রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের কাছে অভিযোগ জমা পড়লে পুলিশও বিষয়টি নিয়ে তৎপর হয়। আর গতকাল রাতেরবেলাই হোমে এসে তল্লাশি চালান। তারপর দুই জন নাবালিকা পুলিশের কাছে ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগ জানায়।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ এফআইআরের ভিত্তিতে অধ্যক্ষ, সেক্রেটারী ও রাঁধুনীকেই গ্রেফতার করে তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেন। আপাতত হোমের একটি ঘর থেকে বত্রিশ জনকে এবং অন্য ঘর থেকে আট জন নাবালিকাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে ৩৮ জন দৃষ্টিহীন বালকও থাকে। এখানকার নাবালক-নাবালিকারা মূলত গিরিডি এবং ঝাড়খণ্ড থেকে আসে।