নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ পশ্চিম বর্ধমানের আসানসোলের ৬৫ নম্বর ওয়ার্ডে দু’জন তৃণমূল নেতার হাতাহাতির ঘটনায় কুলটি থানার পুলিশ প্রাক্তন কাউন্সিলর আক্তার হোসেন সহ ৩ জনকে গ্রেফতার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল আক্তারদের একসঙ্গে খাওয়াদাওয়া করার পরিকল্পনা ছিল। আক্তারের নির্দেশে স্থানীয় ওয়ার্ড সভাপতি কুরেশির দরজার সামনে কিছু বাসনপত্র রাখা হয়েছিল। আর এর প্রতিবাদ করতে গেলে অশান্তি শুরু হয়। ক্রমে তা হাতাহাতির পর্যায় পৌঁছে যায়। এরপর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নাদিম আখতার ওরফে বাবলুর গোষ্ঠীর অনুগামী তথা জমির, নাদিম ও তাদের অনুগামীদের মারধর করা হয়।
কুলটি থানার পুলিশ খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল থেকেই আক্তারকে আটক করে। কিন্তু প্রাক্তন কাউন্সিলর আদালতে যাওয়ার সময় পাল্টা অভিযোগ তুলে জানান, “তৃণমূলের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলায়জেলে যেতে হচ্ছে।” তবে আবার যাতে গন্ডগোল না হয়, সেজন্য ওই এলাকায় পুলিশী টহলদারীর ব্যবস্থা করা হয়। এদিকে, এই ভিডিয়ো দ্রুত নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই স্থানীয় তৃণমূল নেতৃত্বকে অস্বস্তির মধ্যে পড়তে হয়।