পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার কুলপি থানার গোপালনগরে এক প্রসূতিকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন দুই জন মহিলা। গুরুতর আহত হয়েছেন প্রসূতিও।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, ১৯ বছর বয়সী কুলপির চকবরের বাসিন্দা আসমিরা বিবির প্রসব বেদনা শুরু হলে পরিবারের সদস্যরা অ্যাম্বুল্যান্সে করে কুলপি গ্রামীণ হাসপাতালের উদ্দেশে রওনা দেন। কিন্তু গোপালনগর মোড়ের কাছে অ্যাম্বুল্যান্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি স্তম্ভে ধাক্কা লাগতেই ঘটনাস্থলে মা-কাকিমার মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর তড়িঘড়ি আহত প্রসূতিকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রসূতি আসমিরা বিবি একটি মৃত সন্তান প্রসব করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যাচ্ছে, মৃত দুই জন মহিলা হলেন ৪৫ বছর বয়সী আমিনা বিবি ও ৫০ বছর বয়সী সাজিদা বিবি।
Sponsored Ads
Display Your Ads Here
আসমিরা বিবির পায়ে গুরুতরভাবে আঘাত লেগেছে। আপাতত মৃতদেহ দু’টি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে পুলিশ ঘাতক অ্যাম্বুল্যান্সটিকে আটক করে তদন্ত শুরু করেছে। এর সাথে পলাতক অ্যাম্বুল্যান্স চালকেরও সন্ধান শুরু করে তল্লাশি চালানো হচ্ছে।