ব্যুরো নিউজঃ আমেরিকাঃ আবার আমেরিকার রাজধানী ওয়াশিংটনের কানেকটিকাট এভিনিউ-ভ্যান নেস এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গুলি চালানোর ফলে আহত হয়েছেন ১ জন নাবালিকা সহ মোট ৩ জন। ঘটনাস্থলের কাছে একটি স্কুল ও বিশ্ববিদ্যালয় থাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, আহত তিন জন ব্যক্তিকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক দুই জন ব্যক্তি গুলির আঘাতে গুরুতর আহত হলেও আপাতত স্থিতিশীল রয়েছেন। এছাড়া ওই নাবালিকার দেহ ছুঁয়ে গুলি বেরিয়ে যাওয়ায় সে খুব একটা আহত হয়নি।

- Sponsored -
ওই এলাকায় মূলত অভিজাত এবং উচ্চবিত্ত পরিবারগুলির বসবাস। এই ঘটনার পরই পুলিশ বন্দুকধারী ব্যক্তিকে গ্রেপ্তার করতে ওই এলাকা-সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে লকডাউন করে তল্লাশি চালাচ্ছে। এমনকি এলাকার সমস্ত বাড়ি ও বহুতল আবাসনগুলিতে তল্লাশি চালানো হচ্ছে।
এর পাশাপাশি পুলিশ সতর্কতা অবলম্বন করতে এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।