নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার যাত্রাডাঙা এলাকায় শ্লীলতাহানির ঘটনা নিয়ে সালিশী সভায় গুলি চালানার অভিযোগ উঠেছে শ্লীলতাহানিতে অভিযুক্ত রশিদুল শেখ নামে এক জন যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় এক জন কিশোর গুলিবিদ্ধ হয়েছে। আর দু’জন ছুরির আঘাতেও আহত হয়েছেন।
![](https://indianprimetime.in/wp-content/uploads/2022/07/WhatsApp-Image-2022-07-26-at-10.14.59-AM-212x300.jpeg)
![](https://indianprimetime.in/wp-content/uploads/2022/06/WhatsApp-Image-2022-06-21-at-3.03.08-PM-1-212x300.jpeg)
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন। পাশাপাশি এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। কিন্তু এখনো অবধি অভিযুক্তরা পলাতক। পুলিশের তরফ থেকে অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু হয়ে গিয়েছে।