নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার যাত্রাডাঙা এলাকায় শ্লীলতাহানির ঘটনা নিয়ে সালিশী সভায় গুলি চালানার অভিযোগ উঠেছে শ্লীলতাহানিতে অভিযুক্ত রশিদুল শেখ নামে এক জন যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় এক জন কিশোর গুলিবিদ্ধ হয়েছে। আর দু’জন ছুরির আঘাতেও আহত হয়েছেন।
অভিযোগ উঠেছে যে, রাতেরবেলা রশিদুল ছাদ টপকে মেয়েটির ছবি তোলে ও তার শ্লীলতাহানি করে। তাই এই বিষয় নিয়ে গ্রামে মীমাংসার জন্য সালিশী সভা বসানো হয়। সেই সালিশী সভায় রশিদুল শেখ এবং তার দল সালিশী সভায় ছুরি ও আগ্নেয়াস্ত্র নিয়ে উপস্থিত হন।
সালিশী সভা চলাকালীন দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হতেই রশিদুল গুলি চালান। এর জেরে এক জন কিশোর আহত হলে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া দু’জনকে ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়।
- Sponsored -
- Sponsored -
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন। পাশাপাশি এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। কিন্তু এখনো অবধি অভিযুক্তরা পলাতক। পুলিশের তরফ থেকে অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু হয়ে গিয়েছে।