চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল বিকেলবেলা তিলজলার চৌবাগা এলাকায় পুকুরে স্নান করতে গিয়ে একসঙ্গে তলিয়ে মৃত্যু হয়েছে ৩ জন কিশোরের। মৃত তিন জন কিশোর হলো মহম্মদ ইমতিয়াজ। বয়স ১৪ বছর, মহম্মদ হায়দেরিয়াল বয়স ১৫ বছর ও মহম্মদ সাহিল বয়স ১৬ বছর। বাড়ি তিলজলার সাতগাছি এলাকায়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন খেলাধূলা শেষে ইমতিয়াজ, হায়দেরিয়াল এবং সাহিল পুকুরে স্নান করতে এসেছিল। সামনে থাকা বেশ কিছু প্রত্যক্ষদর্শী তাদের স্নান করতে নিষেধ করে। তবে ইমতিয়াজ, হায়দেরিয়াল ও সাহিল ওই নিষেধ অমান্য করে প্রথমে তাদের মধ্যে এক জন কিশোর পুকুরে স্নান করতে নামে। কিন্তু সে সাঁতার না জানায় জলে ডুবতে থাকে। এরপর বাকি দু’জন তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেয়। কিন্তু ইমতিয়াজ, হায়দেরিয়াল এবং সাহিল সকলেই সাঁতার না জানায় পুকুরের জলে তলিয়ে যায়।
এরপর তা দেখে পাড়ে থাকা বাকি দুই জন কিশোর এলাকাবাসীদের কাছে সাহায্যের জন্য ছুটে যায়। তারপর এলাকাবাসীরা ছুটে এসে দেখেন পুকুরে কাউকেই দেখা যাচ্ছে না। তখনই বিপদ আন্দাজ করে তিলজলা থানায় খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসে। এরপর পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করা হয়। কিছুক্ষণ তল্লাশির পর ইমতিয়াজ, হায়দেরিয়াল ও সাহিলকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।