নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ রবিবার সন্ধ্যাবেলার পর থেকে তামিলনাড়ুতে দফায় দফায় ভারী বৃষ্টির জেরে দক্ষিণ তামিলনাড়ুর বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়ে পড়ে। গতকাল একাধিক বাঁধ থেকে জল ছাড়ার পরে অনেক নতুন এলাকাও জলের তলায় চলে গিয়েছে। এই দুর্যোগের কারণে তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ৩ জনের।
এদিকে, রাস্তা ও রেললাইন ডুবে যাওয়ায় উদ্ধারকারীরা অনেক জায়গাতেই উদ্ধারকাজের জন্য পৌঁছাতে পারছে না। গতকাল তামিলনাড়ুর বন্যা বিপর্যস্ত দক্ষিণের চারটি জেলা অর্থাৎ তেনকাশি, কন্যাকুমারী, তুতিকোরিন এবং তিরুনেলভেলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এদিন তামিলনাড়ুর দক্ষিণাংশ সহ রাজ্যের উত্তরাংশ, কারিকল ও পুদুচেরিতে মাঝারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইলে নতুন করে নীচু এলাকাগুলি বানভাসি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এবং মুখ্যসচীব শিব দাস মিনা উদ্ধারকাজ ও ত্রাণ বণ্টনের বিষয়টি তদারকি করছেন। এক্ষেত্রে নৌসেনা এবং বায়ুসেনার পাঁচটি হেলিকপ্টারের সাহায্য নেওয়া হয়েছে। পাশাপাশি এদিন রাজ্যের রাজ্যপাল আরএন রবি রাজভবনে জরুরী বৈঠক ডেকেছেন।