নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গতকাল হুগলীর ধনিয়াখালির দাদপুর এলাকায় বজ্রপাতে মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়া আহত হয়েছে এক জন স্কুল পড়ুয়া সহ ৩ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯ বছর বয়সী তারকেশ্বরের মির্জাপুর এলাকার বাসিন্দা সুরজিৎ চৌধুরী মাঠে কৃষিকাজ করার সময় ঘন ঘন বাজও পড়তে থাকে। আর তখনই সুরজিৎ জ্ঞান হারান। এছাড়া ৩৮ বছর বয়সী তারকেশ্বরের ভঞ্জিপুর এলাকার বাসিন্দা সনৎ দাস মাঠে গোরু আনতে গিয়ে জ্ঞান হারায়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এরপর বৃষ্টি থামার পর সুরজিৎ ও সনৎকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি ৬০ বছর বয়সী চন্দ্রনাথ মালিক দাদপুরের মাকালপুর এলাকায় গোরু আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারান। অন্যদিকে বৃষ্টির সময় মির্জাপুরের বাসিন্দা অবিনাশ মান্না নামে এক জন পড়ুয়া বিদ্যালয় থেকে ফেরার পথে বজ্রপাতে আহত হয়।
তারপর অবিনাশকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হলে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আবার আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। পাশাপাশি মানসী মান্না ও রেখা কর্মকার নামেও দুই জন মহিলা বাজ পড়ে আহত হওয়ায় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন।