মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার কল্যাণী এক্সপ্রেসওয়েতে খড়দহের কাছে স্করপিওর সাথে ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হলো ৩ জনের। আর গুরুতর আহত হয়েছেন ৬ জন। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা তৈরী হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শীতের সকালে কুয়াশা থাকলেও স্করপিওটি কাঁচরাপাড়া থেকে ঘোলা মুড়াগাছার দিকে যাচ্ছিল। আর তখন স্করপিওর গতিও বেশ দ্রুত ছিল। কিন্তু খড়দহের রুইয়া এলাকায় সেতু থেকে নামতেই দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ডাম্পারে ধাক্কা মারে। ফলে ঘটনাস্থলেই স্করপিওর চালক সহ দু’জন মহিলা যাত্রীর মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
রহড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাকি ছয় জনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। বার বার পুলিশী সচেতনতা সত্ত্বেও অতিরিক্ত গতির কারণে এহেন দুর্ঘটনা ঘটেই চলেছে।
Sponsored Ads
Display Your Ads Here