মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার মিনাখাঁর জয়গ্ৰামের কাছে বাসন্তী রোডের উপর একটি কলকাতাগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আর ২০ জন যাত্রী আহত হয়েছেন। কিন্তু এখনো অনেকে বাসের ভিতরেই আটকে রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় একটি বাইককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি দোকানে ঢুকে পড়ে। সংঘর্ষের অভিঘাতে দোকানের এক দিকের ইটের দেওয়াল ভেঙে পড়ে। তাতে অনেকে দেওয়ালের নীচে চাপা পড়ে যান। মিনাখাঁ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করেন। আর এলাকাবাসীরাও ছুটে এসে সেই কাজে হাত লাগান। পাশাপাশি বাসের মধ্যে থেকেও কয়েক জন যাত্রীকে উদ্ধার করার চেষ্টা চলছে।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যেই আহতদের বেশ কয়েক জনকে উদ্ধার করে মিনাখাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মোট ষোলো জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর কয়েক জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here