নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর শ্রীরামপুরে দিল্লি রোডের উপর একটি লরি যাত্রীবোঝাই টোটোকে পিছন থেকে ধাক্কা মারতেই ঘটনাস্থলে টোটো চালক সহ তিন জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে এক জন চিকিৎসকের পরিবারও ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা যায়, টোটোটি যাত্রী নিয়ে দিল্লি রোড ধরে শ্রীরামপুরের দিক থেকে কোন্নগরের দিকে যাচ্ছিল। তখন বাঙ্গিহাটিতে পিছন থেকে একটি লরি টোটোটিতে ধাক্কা মারে। আর লরির ধাক্কার অভিঘাতে টোটোটি তীব্র গতিতে সামনে এগিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা অন্য একটি লরিতে ধাক্কা মারে। আর এই দুই লরির চাপে মধ্যে থাকা টোটোটি একেবারে পিষে যায়। ফলে এই দুর্ঘটনায় টোটো চালক সহ তিন জনের মৃত্যু হয়। চন্দননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু পুলিশ আসতেই স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
Sponsored Ads
Display Your Ads Here
Sponsored Ads
Display Your Ads Hereবিক্ষোভকারীদের দাবী, “লরিচালক মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এর জেরেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আর দিল্লি রোডের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত মহাসড়কে পুলিশী নজরদারী কম। ওই সুযোগেই বেপরোয়া যান চলাচল রমরমিয়ে বৃদ্ধি পাচ্ছে।” এরপর পুলিশ ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আহতদের হাসপাতালে পাঠানো হয়। চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস জানিয়েছেন, “রাস্তায় ট্রাফিক ব্যবস্থা আরো জোরদার করা হবে।” আর দুর্ঘটনার কারণ জানতে আগামীকাল বৈঠকও ডাকা হয়েছে।