নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ বিমানবন্দর থেকে সোনা পাচারের ঘটনা বেড়েই চলেছে। সম্প্রতি শুল্ক বিভাগ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সোনা পাচারের ঘটনায় প্রায় ৩ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার সহ তিন জনকে গ্রেফতার করেছে।
বিমানবন্দর সূত্র থেকে জানা যায়, শারজার একটি উড়ান দিল্লি পৌঁছানোর পর শুল্ক দপ্তরের সেই উড়ানের তিন জন যাত্রীর উপর সন্দেহ হতে ওই তিন জনকে চেকিং করতে শুরু করা হয়। চেকিংয়ের সময় দেখা যায় যে, অভিযুক্তরা বডি শেপারের মধ্যে রাসায়নিক পেস্টের আকারে সোনা লুকিয়ে নিয়ে এসেছিল।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর ওই তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া ২৭ শে অক্টোবর কিরঘিজস্তানের এক জন মহিলা গরম জামাকাপড়ে লুকিয়ে চারটি সোনার ইট এনেছিলেন। কিন্তু টার্মিনাল থেকে বেরোতে গিয়ে আনুমানিক ৩.৫ কোটি টাকা মূল্যের ৭.৫ কেজি সোনা উদ্ধার হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
আর এর আগের মাসেও ইকে ৫১৬ উড়ানে এক জন ব্যক্তি দিল্লি এসেছিলেন। তবে ওই ব্যক্তির উপর সন্দেহ হতেই তল্লাশির সময় ২৭ কোটি ৯ লক্ষ ২৬ হাজার ৫১ টাকা মূল্যের জ্যাকব অ্যান্ড কোং সংস্থার হিরে খচিত সাতটি দামী ঘড়ি উদ্ধার করা হয়। এই ঘটনায় শুল্ক আইন ১৯৬২-র ১১০ ধারার অধীনে ঘড়িগুলি বাজেয়াপ্ত করে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here