নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ দুষ্কৃতীদের হামলায় ছুরিকাহত সইফ আলি খানের অস্ত্রোপচার শেষ হলো মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, আড়াই ঘণ্টা ধরে চলা এই অস্ত্রোপচারে ইতিমধ্যেই চিকিৎসকেরা সইফের শরীর থেকে ছুরির অংশ বের করেছেন। তাঁর স্নায়ুর অস্ত্রোপচারও সফল ভাবে শেষ হয়েছে। আর ‘কসমেটিক সার্জারি’ও শেষ হয়েছে।
সূত্রের খবর, সইফের শরীর থেকে প্রায় তিন ইঞ্চির একটি ধারালো বস্তু বার করা হয়েছে। চিকিৎসকেরা মনে করছেন ওটা ছুরিরই ভাঙা অংশ। হাসপাতালের তরফে আগেই জানানো হয়, ‘‘সইফের শরীরে ছ’টি ক্ষত রয়েছে। এর মধ্যে দু’টি ক্ষত গভীর। অভিনেতার শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন।” প্রসঙ্গত, বুধবার রাত ২টো নাগাদ এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী সইফের মুম্বইয়ের বান্দ্রার ‘সৎগুরু শরণ বিল্ডিং’ নামের একটি আবাসনে হানা দেয়। এগারোতলার ফ্ল্যাটে ঢুকলে বাড়ির পরিচারিকারা দেখতেই তাদের সঙ্গে চেঁচামেচি শুরু করে দেয়।
Sponsored Ads
Display Your Ads Here
ওই সময় ঘরে সইফের স্ত্রী তথা অভিনেত্রী করিনা কাপুর ও তাঁদের দুই পুত্র তৈমূর এবং জে ছিল। সইফ আওয়াজ শুনে উঠে এসে ওই ব্যক্তিকে বাধা দিতে যান। তখনই ওই ব্যক্তির সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এরপর সইফকে একের পর এক ধারালো অস্ত্রের কোপ দিতে থাকে। এরপর পরিবারের সদস্যরা আওয়াজ পেয়ে উঠে পড়লে দুষ্কৃতী চম্পট দেয়। তারপর দ্রুত সইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। বান্দ্রা পুলিশ খবর পেয়ে হাসপাতালে পৌঁছায়।
Sponsored Ads
Display Your Ads Here
প্রাথমিক ভাবে ডাকাতির উদ্দেশ্যেই এই হানা বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে আজ মুম্বই পুলিশ এই হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনায় তিন জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। আপাতত তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু যে ব্যক্তি ছুরিবিদ্ধ করেন, তিনি ধরা পড়েছেন কি না, তা স্পষ্ট ভাবে জানা যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here