নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ শুল্ক দপ্তরের গুদামে রাখা সুপারি ও গোলমরিচ চুরি করার অভিযোগে নভি মুম্বইয়ের পানভেল থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এই সুপারি এবং গোলমরিচের বর্তমান বাজারদর ১৬ কোটি টাকা।
২০২২ সালে এই বহুমূল্য সুপারি ও গোলমরিচ বিদেশ থেকে আমদানী করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট সংস্থা শুল্ক ফাঁকি দেওয়ায় মুম্বইয়ের শুল্ক দপ্তর ওই পণ্য আটক করে। এরপর সেগুলি ডিউটি ক্লিয়ারেন্সের জন্য গুদামে মজুত করা হয়েছিল। কিন্তু সেখান থেকে পণ্য হাতিয়ে আবার বিদেশে বিক্রির অভিযোগ উঠেছে। গত বছর আগস্ট মাসে প্রথম এই চুরির বিষয়টি প্রকাশ্যে আসতেই পুলিশ তদন্ত নামে। তারপর প্রায় এক বছর ধরে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়ে অবশেষে সঞ্জয় সাওলে, অলিন সালদানা এবং প্রসাদ কুরহারে নামে তিন জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ সূত্রে খবর, প্রসাদ একটি রপ্তানী সংস্থায় কাজ করতেন। তিনি এই চুরির মূল পাণ্ডা ছিলেন। কাজের সুবাদে প্রসাদের সাথে সঞ্জয় ও অলনের পরিচয় হয়। এই দু’জন আবার একটি লজিস্টিক সংস্থায় কাজ করতেন। এরপর প্রসাদ, সঞ্জয় এবং অলন মিলে ওই বহুমূল্যের পণ্য চুরি করে বিদেশে পাচার করার পরিকল্পনা করেন। আপাতত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে পুলিশের অনুমান, এই ঘটনার সাথে গুদামের বেশ কয়েক জন কর্মী জড়িত রয়েছে। ফলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here