নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ বিদেশী মদের বোতলের গায়ে লাগানো কিউআর কোডের মাধ্যমে জালিয়াতির অভিযোগ উঠলো গ্রেটার নয়ডার গৌর সিটি এলাকায়। এই অভিযোগে একটি মদের দোকানের তিন জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সকলেই উত্তরপ্রদেশের বাহরাইচ এলাকার বাসিন্দা। বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছেন।
সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দপ্তর আচমকা ওই এলাকায় হানা দেয়। এরপর তল্লাশি অভিযান চলাকালীন দেখা যায় যে, একাধিক মদের বোতলে একই কিউআর কোড ব্যবহার করে ক্রেতাদের ঠকানো হয়েছে। এই প্রতারণার পর্দা ফাঁস হতেই ওই মদের দোকানের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে।
এর পাশাপাশি মদের দোকানের মালিককে এরকম করার কারণ কি সেই নিয়ে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে যে, দোকানের লাইসেন্স পুরোপুরি বাতিল করা হবে কি না।
আবগারি দপ্তর সূত্রে খবর, ওই জেলায় আরো পনেরোটি মদের দোকান রয়েছে। সেখানেও এই কারবার চলছে কি না তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।