নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গত তিন দিনে বর্ধমান মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে ৩ জন করোনা রোগীর। যাদের মধ্যে প্রত্যেকেরই কোমর্বিডিটি ছিল। ডেঙ্গি পরিস্থিতির মধ্যে ফের করোনার হানায় আতঙ্কিত শহরবাসী।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যাবেলা থেকে আজ অবধি তিন জন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে। সম্প্রতি ৬০ বছর বয়সী নাড়ু সিংহ নামে ভাতারের এক জন বাসিন্দা ভর্তি হয়েছিল কিন্তু রবিবার সন্ধ্যাবেলা মৃত্যু হয়। জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে নাড়ুবাবু কিডনির সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে কোভিড পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া ৬০ বছর বয়সী সুধীরকুমার খান নামে দেওয়ানদিঘি এলাকার এক জন বাসিন্দা কয়েক দিন আগে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে সোমবার মৃত্যু হয়। সুধীরকুমারবাবুরও কোভিড পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি এদিন ২৫ বছর বয়সী তৈয়ব শেখ নামে বীরভূমের কীর্ণাহারের এক জন যুবকের মৃত্যু হয়। তৈয়বের পড়ে গিয়ে আঘাত লেগেছিল। পরে বোলপুর মহকুমা হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। গত ২৮ শে জুলাই কোভিড ধরা পড়ে। আর তার শ্বাসকষ্টও ছিল। পরে এনসেফেলাইটিসও ধরা পড়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজে ১৪ জন রোগী ভর্তি। বর্ধমান মেডিকেল কলেজের সুপার তাপস ঘোষ জানান, ‘‘কোভিড রোগীর সংখ্যা বাড়লেও আমরা যে কোনো পরিস্থিতির জন্য তৈরী। শতাধিক কোভিড বেডের পাশাপাশি কোভিড আইসিইউ, সিসিইউ সহ সমস্ত ব্যবস্থা প্রস্তুত। আপাতত সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’’