ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ গতকাল রাতের অন্ধকারে হঠাৎ পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতে বিস্ফোরণ হতেই চারিদিকে শোরগোল ছড়িয়ে পড়ে। গোটা আকাশ কমলা ও হলুদ রঙে ঢেকে গিয়েছে। এরপর তা থেকে ধীরে ধীরে ধূসর ধোঁয়ার কুন্ডলী বেরিয়ে আসতে থাকে। এরই মধ্যে পাকিস্তানি নাগরিকরা মোবাইল হাতে তুলে পুরো ঘটনার ভিডিয়ো করতে শুরু করে দেন। তবে কি ফের ভারত বদলা নিয়েছে?
বৃহস্পতিবার পাকিস্তানি সেনা দেশের একাধিক সেনা পরিকাঠামোতে আঘাত আনার চেষ্টা করেছিল। আর ভারতীয় বিদেশমন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিরা সাংবাদিক বৈঠক থেকে তা স্পষ্ট করেছে। বৈঠকে উপস্থিত কর্নেল সোফিয়া কুরেশি জানান, ‘‘বৃহস্পতিবার রাতেরবেলা তিনশো থেকে চারশোটি তুরস্ক ড্রোন নিয়ে পাকিস্তান ভারতের উপর হামলা চালায়। কিন্তু প্রতিটা হামলাই ব্যর্থ হয়। দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে পাক ড্রোনগুলি মিনিট খানেকও টিকতে পারে না।’’
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনার পর দিন অর্থাৎ শুক্রবার রাতেরবেলার দিকে পাক সেনা জম্মু-কাশ্মীর সহ পাঞ্জাব ও রাজস্থানের সীমান্তবর্তী এলাকাগুলিতে ড্রোন হামলা চালায়। এই হামলার জেরে বেশ কয়েক জন ভারতীয় নাগরিক আহত হলেও তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। এরপর ভোর রাতেরবেলা ভারত রাওয়ালপিন্ডির নূর খান, মুরিদ এবং রাফিকুই সহ মোট তিনটি পাক বায়ুসেনা ঘাঁটিতে বিস্ফোরণ চালাতেই দাউ দাউ করে জ্বলে ওঠে। ভারতের এই হামলা পাকিস্তানের করা হামলার বদলা বলে মনে করা হচ্ছে। তবে এখানে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই প্রসঙ্গে কোনো বার্তা দেওয়া হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here