অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ভুয়ো নথি বানিয়ে বাংলাদেশীদের বিদেশে পাচার করার ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার আবারও তিন জন। এই পর্যন্ত এই ঘটনায় মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে একাধিক আধার কার্ড সহ অন্যান্য জাল নথি পাওয়া গিয়েছে।
উল্লেখ্য যে, ১২ ই ডিসেম্বর উত্তরপ্রদেশ পুলিশের জঙ্গি দমন শাখা ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে আনন্দপুরের গুলশন কলোনী এলাকা থেকে ১৭ জন বাংলাদেশীকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে মূল অভিযুক্ত মাহফুজুর রহমান বাংলাদেশীদের কলকাতায় এনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতেন। তাই কলকাতাতেই প্রয়োজনীয় ভুয়ো নথি বানাতেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তিন জন টাকার বিনিময়ে এই কাজ করে দিতেন। গতকাল কলকাতা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সিঁথির মণ্ডল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫৩ বছর বয়সী বিশ্বজিৎ দে নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এরপর বিশ্বজিৎবাবুকে জিজ্ঞাসাবাদ করে একটি দোকান থেকে ২৫ বছর বয়সী সঞ্জীবকুমার দাস এবং ৩৫ বছর বয়সী ভারত সিংহকে গ্রেপ্তার করা হয়। এও জানা গিয়েছে যে ওই দোকানের আড়ালেই ভুয়ো নথি বানানোর কাজ চলত। আর এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।