নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দক্ষিণ-পূর্ব দিল্লির লজপত নগর এলাকায় দুই ঋণ আদায়কারীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ৩৮ লক্ষ টাকা লুটের ঘটনায় দিল্লি পুলিশ তিন জনকে গ্রেফতার করেছেন। ধৃতদের কাছ থেকে লুটের ২১ লক্ষ ৭২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলো ১৯ বছর বয়সী আবু বকর, ২৩ বছর বয়সী জিশান ও ২৬ বছর বয়সী আসিফ। দুই ঋণ আদায়কারী সে সময় পোশাক ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ফিরছিলেন। চাঁদনি চক এলাকায় যাওয়ার জন্য একটি অটোতে সওয়ারও হয়েছিলেন।
এরপর আবু বকর, জিশান এবং আসিফ দু’টি মোটরবাইকে চড়ে আসিফডিফেন্স কলোনী উড়ালপুলের কাছে এসে টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। দুই ঋণ আদায়কারী বাধা দিলে তাদের চোখে লঙ্কায় গুঁড়ো ছিটিয়ে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে।