মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল উত্তর চব্বিশ পরগণার সন্তোষপুর থেকে বাইক চালিয়ে আমডাঙার বোদাই পঞ্চায়েতের মথুরা এলাকার ঘুরিগাছি গ্রামে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত হয়ে বারাসাতের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি আবু তোয়েব নামে স্থানীয় এক তৃণমূল নেতা।
কিন্তু পরে অবস্থার অবনতি হলে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় একই সময়ে মথুরা এলাকা থেকে সাত কিলোমিটার দূরে বোমা বিস্ফোরণের জেরে তিন জন আহত হয়েছেন। আপাতত আহতদের বারাসাত হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
আহতদের বক্তব্য, “বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় কেউ বা কারা বোমা ছুঁড়ে পালিয়ে যায়।” পুলিশের প্রাথমিক অনুমান, তোয়েবকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা বোমাবাজি করার জেরেই ওই তিন জন আহত হয়েছেন। তবে আমডাঙা থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।