নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পশ্চিম বর্ধমানের পানাগড়ের রেলপাড়ের সারদাপল্লীতে এক জন ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার ৩ জন আত্মীয়ের মৃতদেহ। মৃতেরা হলো ২১ বছর বয়সী সোনু বিশ্বকর্মা, ২৩ বছর বয়সী সীমরণ বিশ্বকর্মা ও ৭০ বছর বয়সী সীতা দেবী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনু, সীমরণ এবং সীতা দেবী ঝাড়খণ্ড থেকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। এদিন দুপুরবেলা এক প্রতিবেশী এক জনকে বাড়ির উঠোনে পড়ে থাকতে দেখে বাড়ির ভিতরে গিয়ে দেখেন, দু’জনের দেহ মেঝেতে পড়ে রয়েছে। এরপর প্রতিবেশীরা পুলিশের কাছে খবর দেন।
কাঁকসা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহগুলি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। প্রতিবেশীদের দাবী, ‘‘সকালবেলা মোটরবাইকে করে এক জন ব্যক্তি ওই বাড়িতে ঢুকেছিলেন। কিছুক্ষণ পরে বেরিয়ে গেলে মৃতদেহগুলি উদ্ধার হয়।’’ অনুমান করা হচ্ছে যে, বাড়ি ফাঁকা থাকার সুযোগে এই খুন করা হয়েছে।
এদিকে সোনু, সীমরণ ও সীতা দেবীর মোবাইলগুলিও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এই খুন করা হয়েছে কিভাবে তা জানতে পুরো বিষয়টির উপর পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করা হয়েছে।