নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবঃ শুক্রবার রাতে উত্তর কাশ্মীরের বারামুলা থেকে গুজরাতের ভুজ সহ মোট বাইশটি জায়গায় পাকিস্তানি ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি পাঞ্জাবের ফিরোজপুরে বসতি এলাকায় পাক ড্রোন পড়তেই একই পরিবারের ৩ জন আহত হয়েছেন।
ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ সেনাবাহিনীর পদস্থ কর্তারা উচ্চ পর্যায়ের বৈঠকে বসে গিয়েছেন। সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের আখনুর থেকে উধমপুরে ব্ল্যাকআউট করা হয়েছে। সন্ধ্যে থেকে হরিয়ানার পঞ্চকুলা ও অম্বলাতেও ব্ল্যাকআউট করা হয়েছে। পাঞ্জাবের ফিরোজপুর এবং রাজস্থানের জৈসলমেরেও একই পরিস্থিতি তৈরী হয়েছে। এদিকে পাকিস্তানের ড্রোন হামলায় ফিরোজপুরে একই পরিবারের যে তিন জন সদস্য আহত হয়েছেন তাদের মধ্যে এক জন মহিলার অবস্থা বেশ আশঙ্কাজনক।
Sponsored Ads
Display Your Ads Here
এর মধ্যে বাকি দু’জনের শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছে। তবে সকলেই চিকিৎসাধীন আছেন। এছাড়া আবার পোখরানেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আর সাম্বা (জম্মু-কাশ্মীর), পাঠানকোট থেকে ফিরোজপুর ও রাজস্থানের জৈসলমেরও পাকিস্তানি ড্রোন দেখা গিয়েছে। যদিও একাধিক ড্রোন আটকও করা হয়েছে। রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় পাকিস্তানের হামলার চেষ্টা চলছে। অন্য দিকে, কেন্দ্রের নির্দেশে আগামী ১৫ ই মে অবধি দেশের চব্বিশটি বিমানবন্দর বন্ধ থাকছে।
Sponsored Ads
Display Your Ads Here