নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ বিয়ের আগে প্রেমিকের সাথে পালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হলো ৩ জনের। এই মর্মান্তিক ঘটনাটি উত্তরপ্রদেশের জিগনা এলাকায় ঘটেছে।
সূত্রের খবর, গত রবিবার ২১ বছর বয়সী রানি নামে এক তরুণীর সাথে প্রয়াগরাজের এক বাসিন্দার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু রানির সাথে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। ওই যুবক আবার রানির তুতো ভাইয়ের বন্ধু। তাই বিয়ের আগে তুতো ভাই রানিকে পালাতে সাহায্য করেন। ফলে পরিকল্পনা মতো প্রথমে তুতো ভাই ও ওই যুবক তার বাড়িতে গেলে রানি তাদের সাথে বাড়ি থেকে বাইকে করে দ্রুত পালিয়ে যায়।
আর পালানোর পথেই বাইকের সাথে একটি ট্রাকের সংঘর্ষ হতেই ঘটনাস্থলেই রানি, ওই যুবক এবং তুতো ভাইয়ের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহগুলি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, জোরে বাইক চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। মৃত অপর দু’জনের নাম করণ ও বিকাশ।