চয়ন রায়ঃ কলকাতাঃ ফের মহানগরীতে বাড়ি ভেঙে পড়ল। আজ বিকেলবেলা প্রবল বৃষ্টির মাঝেই মুচিপাড়ায় একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এছাড়া শহরের জানবাজার ও নারকেলডাঙাতেও বাড়ি ভেঙে পড়ার ঘটনার খবর সামনে এসেছে। অর্থাৎ একই দিনে কলকাতায় তিন তিনটে বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।
জানা যায়, এদিন দুপুরবেলা প্রবল বৃষ্টির সময় সাত রাজকুমার বসুর এই পুরোনো দোতলা বাড়িটির বারান্দা সহ বড়ো অংশ পাশের রাস্তার উপর ভেঙে পড়ে। তখন রাস্তার পাশে একটি ম্যাটাডোর দাঁড়িয়ে থাকায় গাড়িটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এলাকাবাসীদের দাবী, “গত এক সপ্তাহ যাবৎ বাড়িটি ভেঙে পড়ার কাজ চলছিল। প্রোমোটিংয়ের জন্য বাড়ি ভাঙার কাজ শুরু হতেই এমন ঘটনা ঘটলো।”
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code