নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ। মৃত্যু হল তিন জনের। গুরুতর আহত অবস্থায় আরও একজন চিকিৎসাধীন। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট লাগোয়া বীরভূমের নতুনগ্রাম এলাকায়। মৃতদের নাম বাবু দাশ (২৬), মকবুল শেখ (৪৮) এবং আবদুল্লা শেখ। রাম দাশ (২১) নামে আর এক যুবক বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুপুরে নতুনগ্রাম এলাকায় একটি পেট্রল পাম্পের সামনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তায় ছিটকে পড়েন চারজন। একটি বাইকে ছিলেন বেলাই গ্রামের বাসিন্দা রাম দাশ ও তাঁর বন্ধু বাবু দাশ (২৬)। জানা গিয়েছে, বাবু দাশের বাইকেই তাঁরা নতুনহাট বাজারে মোবাইল কিনতে যাচ্ছিলেন। মাত্র এক মাস আগে বাবু দাশের বিয়ে হয়েছিল। দ্বিতীয় বাইকে ছিলেন নতুনগ্রামের মকবুল শেখ ও ভাটপাড়ার আবদুল্লা শেখ। তাঁরা নতুনহাটে কাজ সেরে ফিরছিলেন।
মাঝরাস্তায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের পর চারজনই ছিটকে পড়েন। রক্তে ভেসে যায় রাস্তা। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা জড়ো হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবু দাশ ও মকবুল শেখের (৪৮)। গুরুতর জখম অবস্থায় আবদুল্লা শেখকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়। রাম দাশ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর পেয়ে মৃতদের পরিজনরা কান্নায় ভেঙে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here