বাস দুর্ঘটনায় মৃত ৩
সব্যসাচী মজুমদারঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ওভারব্রীজ সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইকে থাকা ২ জন যুবক ও ১ জন যুবতীর।
জলপাইগুড়ি জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর নাগাদ ধূপগুড়ির ওভারব্রীজ সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাসের সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা হয়। আর এই দুর্ঘটনার জেরেই মারা যান ৩ জন।
স্থানীয় সূত্রে জানা যায় যে, একটি সরকারী বাস ধূপগুড়ি থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। সেই সময় ধূপগুড়ির ওভারব্রীজ সংলগ্ন এলাকায় সরকারী বাসটি বাইকটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই এলাকায় ২ জনের মৃত্যু ঘটে। আর তাদের সাথে থাকা অপর আরেক জনকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থাতে তারও মৃত্যু ঘটে।
কিন্তু এখনো পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার পুলিশ।