নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতেরবেলা ব্যারাকপুর কমিশনারেটের অধীন ভাটপাড়া থানার পুলিশ আধিকারিকেরা ২ হাজার টাকার আঠেরোটি জাল নোট সহ ভাটপাড়ার তিন জন কুখ্যাত দুষ্কৃতীকে বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশের হাতে তুলে দেন।
ধৃতরা হলো মহম্মদ রাজু ওরফে রাজুয়া, মহম্মদ আমিন হোসেন ওরফে আমন ও মহম্মদ মইনুদ্দিন ওরফে গবরা। কিন্তু সাথে থাকা আমিনের মা কোনোক্রমে পালিয়ে যান। পুলিশ সূত্রে দাবী, রাজু, আমিন এবং মইনুদ্দিন দাগী অপরাধী। আর মইনুদ্দিন ও আমিন সম্পর্কে বাবা-ছেলে।
এছাড়া রাজু এবং আমিনের বিরুদ্ধে খুন, অপহরণ সহ অস্ত্র আইনের বেশ কয়েকটি মামলা রয়েছে। ভাটপাড়া ও নৈহাটি জিআরপিতে অপহরণ করে খুন এবং অস্ত্র আইনের দু’টি মামলা রয়েছে। এমনকি জগদ্দল থানায় তাদের বিরুদ্ধে নানা সমাজবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
পুলিশের খাতায় ‘শার্প শ্যুটার’ হিসাবে নামও রয়েছে। অন্যদিকে রাজুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল। দীর্ঘ দিন থেকে পলাতক ছিল। গতকাল রাজু, আমিন ও মইনুদ্দিনকে বর্ধমান আদালতে হাজির করা হয়।
পাশাপাশি আরো জাল নোট উদ্ধার করতে এবং এই কারবারে জড়িত বাকিদের হদিস পেতে ধৃতদের দশ দিন নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানানো হলে ভারপ্রাপ্ত সিজেএম ছ’দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছেন।