নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ কোচবিহারের মাথাভাঙায় মামার বাড়িতে ঘুরতে এসে মামাতো ভাইয়ের সাথে জোরপাটকি হাসানের ঘাট এলাকায় ধরলা নদীতে ঝিনুক কুড়োতে গিয়ে ৩ জন শিশুর নদীতে ডুবে মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতদের মধ্যে একজন মেয়ে ও দু’জন ছেলে ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন তিন জন শিশু ওই নদীতে ঝিনুক কুড়োচ্ছিল। তখনই আচমকা তাদের পা পিছলে যায়। এক জন জলে তলিয়ে যেতেই বাকি দু’জনও জলে তলিয়ে যায়। এরপর এলাকাবাসীরা দেখতে পেয়ে ছুটে গিয়ে তিন জনকে উদ্ধার করে। কিন্তু, ততক্ষণে দু’জন মৃত্যুর কোলে ঢোলে পড়েছে। আর একজনকে দ্রুত মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠালেও বাঁচানো সম্ভব হয়নি। মাথাভাঙা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে নদীর ঘাট থেকে মৃত দু’জন শিশুকে উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।